ABOUT US

We have been serving with reputation since long 25 years.

kamruzzaman baksh

মোঃ কামরুজ্জামান বখ্‌শ

চেয়ারম্যান
kajol engineer

জহিরুল ইসলাম কাজল

চিফ ফাইনান্স অফিসার
Habib Bokhsho

শেখ মোঃ হাবিব বখ্‌শ

মার্কেটিং ম্যানেজার
liton bokhsh

এস আই লিটন বখ্‌শ

মার্কেটিং ম্যানেজার
Maino bokhsh

মোঃ মাইন উদ্দিন

মার্কেটিং ম্যানেজার
Bashir biyan

বশির ভূইয়া

মার্কেটিং ম্যানেজার

We have been serving with reputation since long 25 years.

এই সুমহান গৌরবের গর্বিত অংশীদার ব্রাহ্মণবাড়িয়া জেলার নদীবন্দর আশুগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত কামরুল এগ্রোফুড ইন্ডাস্ট্রিজ ও মেসার্স কামরুল ট্রেডার্স। 

হাজার বছরের পুরনো বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য। ‘মাছে-ভাতে বাঙালি’- এই প্রবাদটি সেই হাজারো বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে। প্রাচীনকাল থেকেই বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত। পুরোনো বইপত্র, প্রত্নতত্ত্বনিদর্শন সবকিছুতেই মোটাদাগে যা দেখে বাঙালি চেনা যায়, তা হলো তার ভাত ও মাছ খাবার অভ্যাস। কৃষিজাত শস্যের মধ্যে ধান অতীতের মতো বর্তমানেও বাঙালির প্রধান খাদ্যশস্য। গতনুগতিক পদ্ধতি বাদ দিয়ে তৈরি হচ্ছে ধান থেকে চাল উৎপাদনের আধুনিক শিল্প প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় প্রতি বছর বাংলাদেশে বাড়ছে চালের উৎপাদন। বিশ্বের প্রধান ৬টি খাদ্য পণ্যের মধ্যে চাল উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ চালের চাহিদা পূরণ করে আর্ন্তজাতিক মান ও গুণ বজায় রেখে রপ্তানি মুখি খাত হিসেবে সগৌরবে বিকশিত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নদীবন্দর আশুগঞ্জ উপজেলা ধান থেকে চাল উৎপাদনে দেশের শীর্ষে অবস্থান তৈরী করে নিয়েছে। পণ্য আমদানী রপ্তানিতে সড়ক পথে ঢাকা-সিলেট মহাসড়ক ও নদী কেন্দ্রিক যোগাযোগে মেঘনা নদী পাশাপাশি ঢাকা, সিলেট ও চট্টগ্রামের সাথে রেলওয়ে যোগাযোগ আশুগঞ্জ এর জন্য অত্যন্ত সহজ লভ্য। বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র নিকটবর্তী হওয়ায় কামরুল এগ্রোফুড ইন্ডাস্ট্রিজ পাচ্ছে শতভাগ পণ্য উৎপাদনের নিশ্চয়তা।

 

আশুগঞ্জ উপজেলায় মেসার্স কামরুল ট্রেডার্স ট্রেডমার্ক প্রাপ্ত গ্রাহকদের আস্থার একটি চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান । কলস মার্কা স্পেশাল রাইস এর সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকাসমূহে আমাদের বৃহৎ বাজার সৃষ্টি হয়েছে। পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, নেত্রকোনা, সুনামগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায় আমরা নিয়মিত চাল সরবরাহ করছি।

বর্তমানে মেসার্স কামরুল ট্রেডার্স প্রতিদিন ৩৮৪ টন চাল উৎপাদন করছে। অচিরেই মেসার্স কামরুল ট্রেডার্স এর প্রস্তাবিত নতুন প্রতিষ্ঠান কামরুল এগ্রোফুড ইন্ডাস্ট্রিজ ইউনিট-২ চালু হলে সেই সক্ষমতা ১৩৪৪ টনে দাড়াবে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করবে। মেসার্স কামরুল ট্রেডার্স এর এই বিশাল পরিমাণ চাল উৎপাদনে রয়েছে দক্ষ জনবল। মেসার্স কামরুল ট্রেডার্সে কাজ করছে ১৫০ জন দৈনিক শ্রমিক ও স্থায়ী ভিত্তিতে ৫০ জন টেকনিশিয়ান ও ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

কামরুল এগ্রোফুড ইন্ডাস্ট্রিজে বিশ্বখ্যাত সুইস কোম্পানি বোলার ব্রান্ডের মিলিং সেপারেটর, প্যাডি হাসকার, হোয়াটনার, রোটারি শিফটার , অপটিক্যাল শর্টার, ল্যাক্থ গ্রেডার, রাইস পলিশার ও কোরিয়ার হোন্দাই ব্রান্ডের কম্প্রেসার এর সাহায্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিভিন্ন জাতের উন্নত মানের চাল উৎপাদন করছে। কামরুল এগ্রোফুড ইন্ডাস্ট্রিজ স্বাস্থ্যসম্মত পরিবেশ, খাদ্যের গুণগত মান ও পুষ্টিগুণ বজায় রেখে সফটওয়্যার নিয়ন্ত্রিত সিস্টেমে চাল উৎপাদন করছে। সে জন্য কামরুল এগ্রোফুড ইন্ডাস্ট্রিজ এর চাল ভোক্তাদের প্রথম পছন্দের চালে পরিণত হয়েছে।

মেসার্স কামরুল ট্রেডার্স প্রতিদিন ৩৮৪ টন চাল উৎপাদন করছে।

মেসার্স কামরুল ট্রেডার্সে কাজ করছে ১৫০ জন দৈনিক শ্রমিক ও স্থায়ী ভিত্তিতে ৫০ জন টেকনিশিয়ান ও ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

আমাদের উৎপাদিত কলস মার্কা স্পেশাল চাল ব্রান্ডটি সর্বস্তরের গৃহিনী ও ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

কলস মার্কা স্পেশাল রাইস এর সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকাসমূহে আমাদের বৃহৎ বাজার সৃষ্টি হয়েছে

কামরুল এগ্রোফুড ইন্ডাস্ট্রিজে উৎপাদিত চালের কোয়ালিটি অত্যন্ত কঠোরভাবে নিশ্চিত করা হয়।

কোন ধরনের হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ন অটোমেশন পদ্ধতিতে কামরুল এগ্রোফুড ইন্ডাস্ট্রিজে প্রতিনিয়ত চাল উৎপাদন হচ্ছে। কৃষক পর্যায়ে ধান সংগ্রহ থেকে শুরু করে চাল উৎপাদন এর প্রতিটি ধাপ শতভাগ স্বাস্থ্য সম্মত উপায়ে পার হচ্ছে

বর্তমানে মেসার্স কামরুল ট্রেডার্স ৫০ কেজি , ৩০ কেজি, ও ২৫ কেজি এই ৩ টি মোড়কে চাল বাজারজাত করছে।

মেসার্স কামরুল ট্রেডার্স এর কলস মার্কা চালটি ইতিমধ্যেই ট্রেডমার্ক নিবন্ধন করা হয়েছে। আমাদের কলস মার্কা চালটি বাজারে গ্রাহকদের কাছে ব্যাপক চাহিদা রয়েছে। আমরা প্রতিদিন প্রায় ৩৮৪ মেট্রিক টন চাল উৎপাদন করছি যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন মোকাম ও অঞ্চলে।

প্রশংসাপত্র

দেখুন আমাদের সম্মানিত ক্রেতাগন আমাদের সম্পর্কে কি বলে।

কামরুল ট্রেডার্সের সঙ্গে আমার অভিজ্ঞতা অসাধারণ! ধান থেকে যে চমৎকার স্বাদের ভাত পাচ্ছি, তা আগে কোনো মিলে পাইনি। কেবল ভালো ধানই না, এরা ধানের মান বুঝে, সঠিক মেশিন দিয়ে পিষে, ফলে ভাতের স্বাদ লাগে মন খুশ।
মতি
ফরিদপুর
কামরুল ট্রেডার্সের ভাত খেয়ে মুগ্ধ! ধানের কোনো খারাপ গন্ধ নেই, ভাত ঝরঝরে ও সিদ্ধ। এছাড়াও, এদের সার্ভিস দুর্দান্ত। समयমতো ডেলিভারি দেয় এবং খুব বিনীত ব্যবহার।
শামীমা আক্তার
ফরিদপুর
কামরুল ট্রেডার্সের ভাতের গুণমানে পুরোপুরি সন্তুষ্ট। আমরা এলাকার অনেক মিলে ধান পিষেছি, কিন্তু কামরুল ট্রেডার্সের মতো এতো ভালো ভাত আর কোথাও পাইনি। ধন্যবাদ কামরুল ট্রেডার্স!
আব্দুল করিম
ফরিদপুর
"কামরুল ট্রেডার্সের ভাতে পেয়েছি ঐতিহ্যের স্বাদ। ধানের মূল্য তারা বোঝে, আর ভাতের মান খামোখা দেয় না।"
রাহেলা বেগম
ফরিদপুর
"ধান পিষিয়ে ভাত দেওয়া, এটা সহজ কথা। কিন্তু কামরুল ট্রেডার্সের মতো যত্ন আর সততা, তা সবার সাধ্য নয়।"
জয়নাল আবেদীন
ফরিদপুর
"অতিথি এলে আর চিন্তা নেই। কামরুল ট্রেডার্সের ভাত পাতে দিলে, সবার মুখে ফুটে ওঠে হাসি।"
হাসিবুর রহমান
ফরিদপুর
ধানের গন্ধ, ভাতের স্বাদ, মনের মতো সেবা - এই তো কামরুল ট্রেডার্সের ঠিকানা।" -
রোকেয়া খান
ফরিদপুর